ঝিনাইদহঃ

ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২ জন। বুধবার (৬ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্তরা হলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক জন চিকিৎসক, ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকাসহ বাকি দু’জন নারায়ণগঞ্জ থেকে এসেছে।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকালে ১৫ টি নমুনার ফলাফল আসে। এর মধ্যে চিকিৎসক ও সেবিকাসহ নতুন চারজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আর পুরাতনদের মধ্যে ২ জনের দেহে দ্বিতীয়বারের পরীক্ষায়ও করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জন।

তিনি জানান, জেলায় প্রথম একজন করোনা রোগীকে শিশু হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here