নিজস্ব প্রতিবেদকঃ

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমাজসেবা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজসেবা কার্যালয়ে কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক রুমানা ইয়াসমিন।

আলোচনা সভা শেষে পথশিশু, দুস্থদের মাঝে শীতবস্ত্র ও ৪০ জন প্রতিবন্ধির মাঝে ১৪ লাখ টাকার বিনাসুদের ঋণ বিতরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here