নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি ও শৈলকুপা উপজেলার মুড়োতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনিরের ছেলে শাকিল হোসেন (২০) একই গ্রামের মিটুল বিশ্বাস ছেলে রাকিব বিশ্বাস (১৭)। ও শৈলকুপা উপজেলার তুষার হোসেন।

পুলিশ জানায়, সকালে কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রাম থেকে মোটর সাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলো ওই গ্রামের শাকিল হোসেন ও রকি। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার কয়ারগাছি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝায় ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হয়। তারা দুইজন ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধের ফার্মেসিতে কাজ করত। সকালে তারা কালীগঞ্জ থেকে ঝিনাইদহে যাচ্ছিল।

অপরদিকে সকালে শৈলকুপা উপজেলার মুড়োতলা নামক স্থানে শৈলকুপা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন নামক বাসের ধাক্কায় তুষার নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, সকালে ওই দুইজন মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিল। ঝিনাইদহে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিংশুক ইট ভাটার ইটবোঝায় ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভিডিও…

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here