ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপায় রাস্তার সরকারী গাছ কেটে সাবাড় করল স’মিলের মিস্ত্রী ও একটি সংঘবদ্ধ চক্র । ৬ টি মেহগনী গাছ প্রকাশ্যে কেটে নিল স’মিলের মিস্ত্রী। শৈলকুপার বড় মৌকুড়ি গ্রামের ভেতরে এলজিইডির রাস্তা থেকে শনিবার সন্ধ্যায় প্রকাশ্যেএই গাছগুলি কেটে নেয়া হয়েছে।

গাছগুলি কেটে নেয় সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি বাজারের সান্টু ডাক্তারের স’মিলের মিস্ত্রী আলিমুদ্দিন। সে বড়মৌকুড়ি গ্রামের ভাদু শেখের ছেলে। এই সরকারী গাছ কাটার সাথে একটি সিন্ডিকেট জড়িত রয়েছে । গাছগুলো বর্তমানে স’মিলেই রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, সরকারি গাছগুলো কাটার সাথে জড়িত ছিল একই গ্রামের তাইজদ্দিনের ছেলে তোফাজ্জেল হোসেন, তোকব্বার হোসেন সহ আরো কয়েকজন। বড়মৌকুড়ি গ্রামের রাস্তার ধারে এই গাছগুলি লাগিয়েছিলেন হাজি মোঃ তোয়াজ উদ্দিন। তিনিই গাছগুলি দেখভাল করে বড় করে তুলেছেন । কিন্তু সরকারি রাস্তার এই গাছগুলি কিভাবে কাটা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী । অবিলম্বে স্থানীয়রা গাছগুলি উদ্ধার ও গাছ কাটার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা ।

এদিকে শৈলকুপা এলজিইডির কোন কর্মকর্তা গাছ কাটার বিষয়ে তেমন কিছু জানেন না বলে মন্তব্য করেন।

এ ব্যাপারে কাতলাগাড়ি পুলিশ ফাঁড়ির টু-আইসি আবুল কালাম বলেন, গাছ কাটার ব্যাপারে তিনি কিছু জানেন না।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here