ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে আবারো বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ৬ জন। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ২৮৯জন।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, শনিবার সকাল ৮ টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও ২৪ ঘন্টায় আসা ৭’শ ১৭ জনের নমুনা পরীক্ষা করে ২’শ ৭৯ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৩৮ দশমিক ৯১ ভাগ। আক্রান্তদের মধ্যে সব থেকে আক্রান্তের সংখ্যা সদর উপজেলায় ১৫৪ জন। এছাড়াও শৈলকুপায় ১৫ জন, হরিণাকুন্ডুতে ১৮ জন, কালীগঞ্জ উপজেলায় ৪৯ জন, কোটচাঁদপুরে ৩৫ জনও মহেশপুরে আক্রান্ত হয়েছে ৮ জন। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৭ হাজার ১’শ ৫ জনে।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর রশিদ জানান, হঠাৎ করেই ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বেড়েছে। গত ২ দিন হাসপাতালে রোগী ভর্তি বেশি হচ্ছে। গত ২৩ জুলাই হাসপাতালে রোগী ভর্তি ছিল ৮৭ জন। সেখানে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ১০৬ জন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here