নিজস্ব প্রতিবেদকঃ

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী সাইকেল র‌্যালি হয়েছে।

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংগঠন জেএইচপিআই বøাড ডোনার গ্রুপের আয়োজনে শনিবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি সেখান থেকে শুরু হয়ে সদর উপজেলার হাটগোপালপুর বাজার হয়ে গণিতবিদ কেপি বসুর বাড়িতে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় পলিটেকনিক ইনস্টিটিউটের দেড় শতাধিক শিক্ষার্থী।

এর আগে পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় সিও সংস্থার পরিচালক মাহফিদুল আলম অন্তর, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক পবিত্র কুমার বিশ্বাস, মাহবুবুর রহমান, সাগর আহম্মেদ, রুহুল আমিন, শারমিন সুলতানা, সিদ্দিকউল্যাহ প্রমুখ। মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও যানবাহনের দূষণমুক্ত ভ্রমণ- এ আয়োজনের উদ্দেশ্য বলে জানায় শিক্ষার্থীরা। দুপুরে সেখানে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেষে আবারো শিক্ষার্থীরা র‌্যালী করে ফিরে আসে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here