নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে মেডিকেল কলেজ ও রেললাইন বাস্তবায়ন কমিটি।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে কমিটির নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় । ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ভাষা সৈনিক নন্দ দুলাল সাহা, প্রাক্তণ উপাধাক্ষ্য এন.এম শাহাজালাল, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, শরিফা খাতুন, সাংবাদিক আলাউদ্দীন আজাদ, সাদ্দাম হোসেন, কামরুজ্জমান পিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, পার্শবর্তী জেলা কুষ্টিয়া, যশোর, মাগুরা ও চুয়াডাঙ্গায় রেল লাইন থাকলেও ঝিনাইদহ জেলা শহরে রেলের সংযোগ নেই। জেলার কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার উপর দিয়ে রেল লাইন গেলেও তা মানুষের তেমন উপকারে আসে না। যে কারণে কৃষিপণ্যসহ ব্যবসায়ীক নানা পণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠাতে বাড়তি খরচ হচ্ছে। তাই দ্রুত জেলা শহরে রেল সংযোগের দাবি তাদের।

বক্তারা আরও বলেন, জেলায় মেডিকেল কলেজ না থাকার কারণে মানুষের পার্শবর্তী জেলা যশোর ও ঢাকায় যেতে হচ্ছে। তাই দ্রুত জলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবী করেন বক্তারা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here