নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে একদিনে ১৩ জন পুলিশ সদস্যসহ সর্বোচ্চ আরও ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৫৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৯২ টি নমুনার রিপোর্টে নতুন ৩৩ জন ও যশোর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে ১৩ জন আক্রান্ত হয়েছেন । এরমধ্যে সদরে ১৪ জন, শৈলকুপায় ২ জন,হরিণাকুন্ডুতে ৩ জন, কালীগঞ্জে ২৩ জন, কোটচাঁদপুরে ২ জন ও মহেশপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১০ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩৫ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২০১, শৈলকুপায় ৭২, হরিণাকুন্ডুতে ২৪, কালীগঞ্জে ১৮১, কোটচাঁদপুরে ৩০ ও মহেশপুরে ২৭ জন আক্রান্ত হয়েছেন।

যে ৪৬ জন আক্রান্ত হয়েছেন তাদের এলাকাঃ

ঝিনাইদহ সদর-১৪- ১.সনাতনপুর ২.ব্যাপারীপাড়া ৩.পার্কপাড়া ৪.পার্ক পাড়া ৫.মুক্তি ভিলা ৬.সোনালী ব্যাংক ৭.স্টেডিয়াম পাড়া ৮.স্টেডিয়াম পাড়া ৯.মহিলা কলেজ পাড়া ১০. হামদহ ১১. হামদহ ১২. আরাপপুর পশ্চিমপাড়া ১৩. ২০০/১ শেরে বাংলা সড়ক ১৪. আদর্শ পাড়া

কালীগঞ্জ- ২৩- ১. শিবনগর ২.বারি নগর(যশোর) ৩. হাজিপুর মব্দিয়া রায়গ্রাম ৪. ইসলামী ব্যাংক ৫.আড় পাড়া ৬. শিবনগর ৭.বালিয়া পাড়া ৮. চাপালি ৯.কলেজ পাড়া ১০.বড় শিমলা ১১.বার বাজার পুলিশ ফাঁড়ির মোট ১৩জন

শৈলকূপা- ২- ১. হুদাকুশবাড়িয়া ২. সাহাবাজার, নিত্যনন্দপুর

মহেশপুর- ২- ১. ধান্যহারিয়া, যাদবপুর ২. ধান্যহারিয়া, যাদবপুর

কোটচাঁদপুর- ২- ১. বাস স্ট্যান্ড ২. টি. এন. টি. পাড়া

হরিনাকুন্ডু- ৩- ১. কেষ্টপুর বিষখালি দৌউলতপুর ২. মকিমপুর ৩. কন্যাদাহ

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here