ঝিনাইদহঃ

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে মো. আলিম উদ্দিন খান (৬২) নামে এক দন্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঝিনাইদহের অস্থায়ী কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো. আলিম উদ্দিন খান জেলা শহরের সরকারি কেসি কলেজের পাশে মৃত আবদুর রউফ খানের ছেলে। তিনি পেশায় দন্ত চিকিৎসক ছিলেন।

নিহতের পরিবার সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে মো. আলিম উদ্দিন খান নানা জটিল রোগে ভুগছিলেন। ২৩ আগস্ট করোনায় আক্রান্ত হওয়ার পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মৃত্যু হয় তার।

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপ-পরিচালক মো. আবদুল হামিদ খান জানান, রোববার সকালে পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এ নিয়ে ৫০ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করার কথা জানিয়েছেন তিনি।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে ২০ জনের নমুনায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, শৈলকুপায় ৫, কোটচাঁদপুরে ১ এবং মহেশপুরের ৪ জন রয়েছেন।

সরকারি হিসেব মতে, জেলায় এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here