সবুজদেশ ডেস্কঃ

ওপেনিংয়ে বদল এনেও কোন লাভ হল না। টপ অর্ডারের ধস থামানো গেল না বাংলাদেশর। দলীয় ৫ ওভারেই সাজঘরে ফিরে গেছেন টপ অর্ডারে ৪ ব্যাটসম্যান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ৪ উইকেটে ৭৪ রান। ব্যাট করছেন মাহমুদউল্লাহ (৩৮*) ও সাব্বির রহমান (১২*)।

মুজিব উর রহমানের ঘূর্ণির বিষে একে একে বিদায় নিয়েছেন লিটন দাস, সাকিব আল হাসান ও সৌম্য সরকার। আর মুশফিককে আউট করেছেন ফরিদ আহমাদ।

এদিন ইনিংসের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে সাজঘরের পথ ধরেন লিটন (০)। তার পরের ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তার ওপেনিং সঙ্গী মুশফিক (৫)।

এরপর তিনে নামা সাকিব আল হাসানের সাথে যোগ দেন মাহমুদউল্লাহ। কিন্তু এই জুটিও ভেঙে দেন মুজিব। ব্যক্তিগত ১৫ রানে রশিদ খানের হাতে ক্যাচ তুলে সাজঘরের পথ ধরে সাকিব। ওই ওভারেরই শেষ বলে এলবিডাব্লুর ফাঁদে পড়েন সৌম্য (০)।

এই হচ্ছে পাওয়ার প্লেতে বাংলাদেশের ইনিংসে গল্প। এখন দেকার বিষয়, ম্যাচের বাকি অংশে কোন গল্প লেখা হয়!

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here