সবুজদেশ ডেস্কঃ

করোনা ভাইরাসে নাজেহাল বিশ্ববাসী। করোনার সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। তারই ধারাবাহিকতায় করোনার টিকা না নিলে মোবাইল ফোনের সিম বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক সরকার।

করোনা ঠেকাতে এর আগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জুলাই থেকে বেতন বন্ধের ঘোষণা দিয়েছিল সেখানকার প্রাদেশিক সরকার।

পাকিস্তানে শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউ। পরিস্থিতি সামাল দিতে দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের প্রাদেশিক সরকার নড়েচড়ে বসেছে।পাঞ্জাবে টিকা নেওয়ার হার খুবই কম। সরকারি হিসাব অনুযায়ী দেশটির প্রায় তিন লাখ মানুষ প্রথম ডোজ নিলেও দ্বিতীয় টিকা নিতে আর আসেনি।

পাকিস্তানে করোনায় এ পর্যআন্ত সাড়ে ২১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯ লাখ ৪০ হাজার মানুষ।

সবুজদেশ/এসইউ

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here