সবুজদেশ ডেস্কঃ

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপ আসরের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে দোলাচলে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শুরুতে ৬টি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও অবশেষে সেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছে তারা।

শুক্রবার (১৬ এপ্রিল) বিসিসিআইয়ের সভা শেষে জানানো হয়েছে, ৯টি ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে।
বিশ্বকাপ ফাইনালের জন্য নির্ধারণ করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

এ ছাড়া মুম্বাই, নয়াদিল্লি, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, ধর্মশালা ও লখনৌর মাঠে গড়াবে বিশ্বকাপের ম্যাচগুলো।

বিসিসিআইয়ের পক্ষ থেকে আরও বলা হয়, করোনা মহামারি পরিস্থিতি মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here