জামালপুরঃ

জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ওএসডি) আহমেদ কবীরের ভিডিও কেলেঙ্কারি তদন্তে ৫ সদস্যের কমিটি জেলায় পৌঁছেছে।

বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে কমিটির সদস্যরা জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছান।

এরপর তারা তদন্ত কার্যক্রম শুরু করেন। শুরুতেই জেলা প্রশাসকের আলোচিত সেই বিশ্রাম কক্ষ পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে ঘটনার সঙ্গে জড়িত নারী অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনার বক্তব্য শোনে।

তদন্ত কমিটির কাছে নিজের বক্তব্য দিয়ে দুপুর পৌনে ২টার দিকে সাধনা সভাকক্ষ থেকে বের হয়ে যান।

ডিসি অফিস সূত্রে জানা গেছে, যাওয়ার আগে সাধনা আগামী রোববার থেকে নতুন করে ৫ দিনের ছুটির আবেদন জমা দিয়ে গেছেন।

তিনি চলে যাওয়ার পর তদন্ত কমিটির সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরতদের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেন।

গত ২২ আগস্ট রাতে সোশ্যাল মিডিয়ায় জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনার ‘অন্তরঙ্গ’ ভিডিও ছড়িয়ে পড়ে।

এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে আহমেদ কবীরকে ২৫ আগস্ট ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওইদিনই ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here