ফাইল ছবি

সবুজদেশ ডেস্কঃ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত নাসিমা বেগম (৪৮) নামে এক গৃহবধূর।

রোববার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।

নাসিমার বড় ভাই ইয়াসিন জানান, চারদিন আগে সে জ্বরে আক্রান্ত হন তার বোন। শনিবার তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু জ্বর ধরা পড়ে। রোববার ভোর চারটার দিকে ঢামেকের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা মৃতদেহটি নিয়ে যান।

নাসিমা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামমুরা গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী।মিরপুর শেওড়াপাড়া এলাকায় এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে থাকতেন তিনি।

এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুজ্জামান (৩৭) নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন। রোববার বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় এ পর্যন্ত ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

হাসপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ভোর সাড়ে ৫টায় আশিকুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায়।

খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০২০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন। এর মধ্যে নতুন রোগী ১৮ জন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here