সবুজদেশ ডেস্কঃ

চট্টগ্রাম টেস্টে দুটি রেকর্ড হাতছাড়া হয়েছে ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। এ সিরিজের আগে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল তামিমের। সর্বোচ্চ সেঞ্চুরিও ছিল তার দখলেই।

তবে চলতি চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দেশের হয়ে সাদা পোশাকে তামিমের সর্বোচ্চ রানকে টপকে যান মুশফিকুর রহীম। এবার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির রেকর্ডে তামিকে ছাড়িয়ে সবার ওপরে উঠে গেলেন অধিনায়ক মুমিনুল হক।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আজ সামনে থেকেই নেতৃত্ব দিয়ে গেলেন মুমিনুল হক। অধিনায়কোচিত ইনিংস খেলেছেন তিনি। গতকাল ১ রানে ২ উইকেট হারানোর পর মুমিনুলকে যোগ সঙ্গ দিতে পারেননি মুশফিকও। এরপর লিটন দাসকে সঙ্গী করে দুর্দান্তভাবে এগিয়ে গেলেন মুমিনুল।

টেস্ট ক্যারিয়ারে ১০ম শতক হাঁকালেন বাংলাদেশের সাদা জার্সির অধিনায়ক। ১৭২ বল খেলে ৯ বাউন্ডারিতে এ সেঞ্চুরি সাজিয়েছেন মুমিনুল। জহুর আহমেদ স্টেডিয়ামে ১০ টেস্ট খেলে ৭টি সেঞ্চুরি হয়ে গেল মুমিনুলের।

পঞ্চম উইকেটে লিটনের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়েছেন মুমিনুল। মুমিনুল-লিটনে ভর করে এখন বাংলাদেশের লিড ৩৮৫ রানের।

বাংলাদেশের পক্ষে মুমিনুলই এখন সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান। এতদিন ৯ সেঞ্চুরি নিয়ে তামিম সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এ দুজনের পরে রয়েছেন – মুশফিকুর রহীম। টেস্টে যার সেঞ্চুরির সংখ্যা ৭। পরের স্থানটি মোহাম্মদ আশরাফুলের, ৬টি। ৫ সেঞ্চুরি নিয়ে পঞ্চমে অবস্থান করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

এদিকে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটিই মুমিনুলের প্রথম সেঞ্চুরি। এছাড়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ নিয়ে সপ্তম সেঞ্চুরি করলেন মুমিনুল।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here