ঢাকাঃ

রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের ‘ফু-ওয়াং ক্লাবে’ পুলিশের অভিযান চলছে।

সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

অভিজাত এই ক্লাবটিতে দীর্ঘদিন ধরেই জুয়ার আসর ও ক্যাসিনো চলছিল বলে জানিয়েছে পুলিশ।

ডিসি আনিস বলেন, ‘চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

এর আগে রোববার মতিঝিলের মোহামেডান, ভিক্টোরিয়া, আরামবাগ ও দিলকুশা ক্লাবে অভিযান চালায় পুলিশ। প্রতিটি ক্লাব থেকেই ক্যাসিনোর বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাবে অবৈধভাবে জুয়ার আসর চালানোর অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র‌্যাব। গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই সময় ফকিরাপুলের ওই ক্লাবে অভিযান চালিয়ে দুই নারীসহ ১৪২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ক্লাবে পাওয়া যায় মদ আর জুয়ার বিপুল সরঞ্জামাদি। সেখান থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ অর্থও।

পরে ওই রাতেই ঢাকার আরও তিনটি ক্লাবে অভিযান চালায় র‌্যাব। এসব ক্লাবে অবৈধভাবে জুয়ার আসর বসানোয় আরো ৩৯ জনকে আটক করা হয়, উদ্ধার করা হয় জুয়ার ২৩ লাখ টাকা।

ক্লাবগুলো হলো ফকিরাপুলের ঢাকা ওয়ান্ডারস ক্লাব, গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং বনানীর আহমদ টাওয়ারের গোল্ডেন ঢাকা বাংলাদেশ।

এরপর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন ক্লাবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান কার্যক্রম শুরু হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here