সবুজদেশ ডেস্কঃ

করোনাভাইরাসের কারণে ৫০ জনের বেশি মানুষের জমায়েতের ওপর নিষিদ্ধ দিয়েছে দিল্লি সরকার। যে কোনো ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এনডিটিভি জানিয়েছে, সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনাভাইরাস নিয়ে বিভিন্ন নির্দেশনা জারি করেন।

এতে বলা হয়, আগামী ৩১ মার্চ পর্যন্ত সব নাইটক্লাব, জিম ও স্পা বন্ধ রাখতে বলা হয়েছে। সম্ভব হলে বিয়ের সব আয়োজন পিছিয়ে দিতেও নাগরিকদের অনুরোধ করা হয়।

কেজরিওয়াল জানান, অর্থের বিনিময়ে কোয়ারেন্টিনে রাখতে দিল্লির তিনটি হোটেল ঠিক করা হয়েছে। এছাড়া শহরটির সব স্কুল, কলেজ ও সিনেমা হল গত সপ্তাহ থেকেই বন্ধ রয়েছে।

ভারতে এখন পর্যন্ত বিদেশি নাগরিকসহ ১১৬ জনের দেহে করোনভাইরাস শনাক্ত হয়েছে। দিল্লিতে মোট সাতজনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here