ফাইল ফটো

ঢাকাঃ

দুর্নীতি ও অনিয়ম করলে কেউ ছাড় পাচ্ছে না, এখনও অনেকে নজরদারিতে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

দুর্নীতি দমনে সামনের দিনগুলোতে কী উদ্যোগ নেয়া হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা কাউকে ছাড় দিয়েছি কিনা সেটা হল প্রশ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানে টার্গেট রয়েছে আমাদের দলের লোকেরা। যারাই যখন ধরা পড়েছে তাকে ছাড় দেয়া হয়নি।

তিনি আরও বলেন, অনেক জনপ্রতিনিধি এখনও জেলখানায় আছে। সরকার নিজেদের লোকদের ছাড় দিলে তো দুর্নীতি অনিয়ম আরও বিস্তার লাভ করত। এখনো অনেকে নজরদারিতে আছে।

ওবায়দুল কাদের বলেন, গতবার যারা বিদ্রোহী ছিল তারা বিজয়ী হলেও এবার মনোনয়ন দিচ্ছি না। অনেকে বড় জায়গায় থাকে, সেখান থেকেও ছিটকে পড়েছে। নানাভাবে দল শাস্তি দিতে পারে, শাস্তিরও নতুন ধরণ আছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here