ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদকঃ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ১১১ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য দেয়া হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ সময়ে ১২ হাজার ৬১৪টি নুমনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৭২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৯৮ শতাংশ।

এতে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৭ হাজার ৬৬১ জনে। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২০ শতাংশ।

‘গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ১৭৬ জন। এ নিয়ে করোনা থেকে মোট সেরে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার ১৩৬ জনে। ৫৬ দশমিক ৮৬ শতাংশ মানুষ করোনায় আক্রান্তের পর সুস্থ হয়ে উঠেছেন।’

শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩১ শতাংশ জানিয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২২ জন আর নারী ছয় জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন দুই হাজার ৪৪৬ জন, আর নারী ৬৬৫ জন।

৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছে সরকার। এর দুই মাসের মধ্যে দেশের ৬৪টি জেলায় তা ছড়িয়ে পড়ে।

মূলত মে মাসের শেষের দিকে ঈদুল ফিতরের সপ্তাহ দুয়েক পর থেকে রাজধানীর বাইরে খুব দ্রুত মহামারী বাড়তে দেখা গেছে। এ সময় দৈনিক নতুন রোগী শনাক্ত তিন হাজারের ওপরে চলে যায়।

দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ার পর তা দুই লাখ পেরিয়ে যায় ১৮ জুলাই। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম সংক্রমণ শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। ২৮ জুলাই সেই সংখ্যা তিন হাজার স্পর্শ করে।

এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয় বুলেটিনে, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here