ঢাকাঃ

দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ।

ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় এ মামলা হয়।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭-৮ জনকে আসামি করা হয়েছে। তদন্ত করে বাকি আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংগ্রাম পত্রিকায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ অবহিত করায় সৃষ্টি হয় উত্তেজনা। শুক্রবার সন্ধ্যার পরপর মুক্তিযোদ্ধা মঞ্চ সংগ্রাম পত্রিকা অফিসটি ঘেরাও করে। এ সময় একদল যুবক পত্রিকাটির কার্যালয়ে ঢুকে বিভিন্ন কক্ষ ভাঙচুর করেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here