সবুজদেশ ডেস্কঃ

অবশেষে বাংলাদেশের ফুটবলার হিসেবে মাঠে নামার স্বপ্ন পূরণ হলো এলিটা কিংসলের। নাইজেরিয়ান নাগরিকত্ব পরিত্যাগ করে বৈবাহিকসূত্রে বাংলাদেশের নাগরিক হয়েছেন এলিটা।

জাতীয় পরিচয়পত্র না হওয়ায় এতদিন প্রিমিয়ার লিগে খেলতে পারেননি ঢাকার মাঠের পরিচিত এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলার মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়লেন কিংসলে।

এলিটা কিংসলেই প্রথম ক্রীড়াবিদ যিনি অন্য দেশের হয়েও বাংলাদেশের নাগরিকত্ব নেয়ার পর নামলেন খেলার মাঠে।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচ দিয়ে আবার মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ। এই ম্যাচে কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন একাদশে রেখেছেন নতুন এই বাংলাদেশিকে।

আর বাংলাদেশি হিসেবে নেমে নিজের প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন এলিটা। ২৯ মিনিটে তার গোলেই এগিয়ে বসুন্ধরা কিংস।

সবুজদেশ/এসইউ

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here