সাতক্ষীরা প্রতিনিধিঃ

নারায়নগঞ্জ থেকে সাতক্ষীরার দেবহাটায় ফিরে আসা চারজনের পরিবারকে কোয়ারেন্টাইনে নিয়েছে প্রশাসন। মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন।

এর আগে সোমবার রাতে নারায়নগঞ্জ থেকে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর গ্রামের ফেরেন চারজন। খবরটি প্রশাসনের নজরে আসলে তাদের হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন জানান, করোনা ঝুঁকিপূর্ণ নারায়নগজ্ঞ জেলা থেকে গ্রামের বাড়িতে ফেরেন চারজন। ঘটনাটি জানার পর তাদের চারটি পরিবারের ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়। আগামী ১৪ দিন তাদের বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না।

তিনি বলেন, প্রশাসন কড়াকড়িভাবে তাদের উপর নজরদারি করবে। কঠোরভাবে তাদের সতর্ক করা হয়েছে। নির্দেশনা উপেক্ষা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here