জামালপুরঃ

জামালপুরে ডিঙি নৌকা নিয়ে ঘুরতে গিয়ে বন্যার পানিতে ডুবে দুই বোনসহ ৫ শিশু-কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালিকাপুর গ্রামের খবির উদ্দিনের মেয়ে সুবর্ণা (১৭) ও ঝুমা (১৪), গোলাম মোস্তফার মেয়ে অন্তরা (১০), বাটিকামারীর রিপন শিকদারের মেয়ে রুদসী (৮) এবং জবানুরের মেয়ে জান্নাত (১০)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রুদসী ও জান্নাত নানি বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে মামাতো বোন সুবর্ণা ও ঝুমা এবং প্রতিবেশী অন্তরার সঙ্গে বাড়ির পাশে মিঠাই বিলে বন্যার পানিতে নৌকায় করে বেড়াতে যায়।

ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে গেলে তারা সবাই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কালিকাপুরে শোকের ছায়া নেমে এসেছে।

সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাব্বত হোসেন জানান, নৌকায় আলাদা কোনো মাঝি ছিল না। নিজেরাই বৈঠা দিয়ে চালাচ্ছিল। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে সেটি উল্টে যায়।

আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয় বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here