নিজস্ব প্রতিবেদকঃ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছেন বন বিভাগের সদস্যরা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের তেরকাটি খাল এলাকায় এ অভিযান চালান বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলাম।

এসময় একটি মাছ ধরার নৌকা থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। বনবিভাগের কাছ থেকে পাস নিয়ে মাছ ধরার আড়ালে দীর্ঘদিন চক্রটি হরিণ শিকার করছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে। উদ্ধার মাংস সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here