মানিকগঞ্জঃ

১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে কুয়াশার মাত্রা কমে এলে ওই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার রাত পৌনে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত ১২টার দিকে অস্বাভাবিক ঘন কুয়াশা পড়তে থাকলে নিকটতম বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না। এ কারণে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

সোমবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পয়েন্টে শত শত যানবাহন সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। মাঝ পদ্মায় আটকে পড়ে ছয় ফেরি গন্তব্যে উদ্দেশে রওনা হয় বলে জানান ওই বিআইডব্লিউটিসির কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here