সবুজদেশ ডেক্সঃ পাবনার বাইপাস সড়কে কাঠবোঝাই একটি ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলেছে, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনা নিশ্চিত করেছেন।

ওবায়দুল হক বলেন, যশোর থেকে কাঠবোঝাই একটি ট্রাক পাবনা শহরের দিকে আসছিল। বাইপাস সড়কে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে পথচারীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহত ব্যক্তিরা হলেন আহাম্মদ আলী (৪০), শাহীন আলম (৫০) ও রবিউল ইসলাম (৫০)। তিনজনই শ্রমিক ছিলেন। তাঁরা সড়ক ধরে কাজে যাচ্ছিলেন। তাঁদের বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়। দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রথম আলোর হিসাব অনুযায়ী, আজ তিনজনসহ ৬৪৭ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here