ঢাকাঃ

গত রোববার রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়। আর এ ঘটনায় পুরো দেশ বিক্ষোভে উত্তাল। বিভিন্নভাবে মানুষ ক্ষোভ প্রকাশ করছে।

আর এই ঘটনার মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল শামীম হাসানের প্রথম পুত্র সন্তান জন্ম নেয়। বর্তমানে তিনি র‌্যাবে কর্মরত আছেন। বুধবার দুপুর সাড়ে ১২ টায় খিলক্ষেত আশিয়ান মেডিকেল কলেজে জন্ম নেয় তার প্রথম সন্তান। আর তিনি তার পুত্র সন্তানের নাম রেখেছেন আবরার ফাহাদ। যে নামটি এখন সারাদেশের মানুষের মুখে মুখে।

পুত্র সন্তান জন্ম নেওয়ার পর তিনি একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন। সবুজদেশ নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

Alhamdulillah,আল্লাহর অসীম মেহেরবানিতে আজ পুত্র সন্তানের বাবা হলাম। মাসআল্লাহ আমার সন্তানের নাম রেখেছি,এই মুহুর্তে সবার প্রিয় দেশের প্রথম ভাবনা শহীদ এর নামের প্রতি সম্মান রেখে “আবরার ফাহাদ”।

ইনশাআল্লাহ আমার সন্তানকে বর্তমান প্রচালিত পচ্চিমা উচ্চ ডিগ্রী এবং জঙ্গিবাদী ধর্মীয় মোল্লাদের থেকে দুরে রাখিয়া একজন দানশীল,গরীব দু:খিদের সেবক হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত করবো।সবাই দোয়া করবেন মহান আল্লাহ যেন আমার নেক আশা কবুল করেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here