ঢাকাঃ

বাংলাদেশে পেঁয়াজের দামের পর এবার চালের দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে চালের পর্যাপ্ত মজুত আছে এবং সরবরাহে কোনো ঘাটতি নেই।

এমনকি সাম্প্রতিক ঘূর্ণিঝড় বুলবুলের সময়ে যাতে করে কোনো সংকট তৈরি না হয় সেজন্য অগ্রিম সতর্ক অবস্থান নিয়েছিল মন্ত্রণালয়।

টিসিবির হিসেবে চিকন চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৬০ টাকা পর্যন্ত আর নাজির/মিনিকেট সাধারণ মান ৪৮থেকে ৫৩ টাকা; আর উত্তম মানের চাল ৫৩ থেকে ৬০ টাকা পর্যন্ত।

আর মোটা চাল অর্থাৎ স্বর্ণা/চায়না/ইরি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা দরে।২০১৭ সালের সেপ্টেম্বরেও চালের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তুমুল শোরগোল শুরু হলে তখনকার বাণিজ্যমন্ত্রী দুজন চালকল নেতার বিরুদ্ধে মজুতদারির অভিযোগ এনে তাদের গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছিলেন।

দিন দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম বেড়ে যাওয়ায় হতাশ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। সবাই ভাবছেন পেঁয়াজ ও চালের পর আবার কিসের দাম বাড়বে?

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here