বিশেষ প্রতিনিধিঃ

৫ম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন দেশের প্রথম ৩য় লিঙ্গের জনপ্রতিনিধি সাদিয়া আখতার পিংকী।

৩৭ বছর বয়সী পিংকী কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০ বছর আগে বাবাকে হারিয়েছেন। তিনি কোটচাঁদপুর উপজেলার সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান।

বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সবুজদেশ ডটকমের সাথে। কথোপকথনের চুম্বক অংশ পাঠকদের জন্য হুবহু তুলো ধরা হলোঃ-

সবুজদেশ ডটকমঃ কেমন আছেন?
পিংকীঃ ভালো আছি।

সবুজদেশ ডটকমঃ আপনার কয় ভাই-বোন?
পিংকীঃ দুই ভাই ও দুই বোন। আমি সবার ছোট।

সবুজদেশ ডটকমঃ বড় ভাইয়েরা কি করেন?
পিংকীঃ দুই ভাই কৃষি কাজ করেন।

সবুজদেশ ডটকমঃ জয়ী হয়ে কেমন লাগছে?
পিংকীঃ আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমার এই জয় কোটচাঁদপুর উপজেলাবাসীর।

সবুজদেশ ডটকমঃ ৩য় লিঙ্গের ভাইস চেয়ারম্যান দেশে আপনিই প্রথম। বিষয়টা কেমন লাগছে?
পিংকীঃ ভালো লাগছে। দেখুন, আমি একজন মহিলা। ওই পরিচয়টা দিতে চাইনা।

ভিডিও

সবুজদেশ ডটকমঃ রাজনীতিতে কিভাবে এলেন?
পিংকীঃ ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ আমার পছন্দ। ১০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে আছি। আর ৩ বছর যাবৎ কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি।

সবুজদেশ ডটকমঃ জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা কেন হলো?
পিংকীঃ মানুষের পাশে থাকা যায়। এছাড়া সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার একমাত্র স্থান হচ্ছে জনপ্রতিনিধি হওয়া। খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়।

সবুজদেশ ডটকমঃ আপনাকে কে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে?
পিংকীঃ কোটচাঁদপুরের মানুষ আমাকে অনেক ভালোবাসে। এছাড়া ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজ ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন।

আপনাদের মাধ্যমে আমার একটা ইচ্ছার কথা বলি, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাই।

সবুজদেশ ডটকমঃ জয়ী হলেন, জনগণের জন্য কি করবেন?
পিংকীঃ গরীব ও অসহায় নারীদের পাশে থাকতে চাই। এছাড়া মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই হবে আমার প্রধান কাজ।

সবুজদেশ ডটকমঃ ভবিষ্যৎ পরিকল্পনা কিছু বলেন…
পিংকীঃ কোটচাঁদপুরের জনগণ যা চাইবে, সেটাই আমার ভবিষ্যৎ।

সবুজদেশ ডটকমঃ বাসায় আপনার সাথে আর কে কে থাকেন?
পিংকীঃ বড় বোন ও মাকে নিয়ে কোটচাঁদপুর শহরের বলুহর স্ট্যান্ড এলাকায় থাকি।

সবুজদেশ ডটকমঃ ৩য় লিঙ্গের যারা, শুনেছি তারা বড় হয়ে তাদের একটি গ্রুপের সাথে চলে যায়…
পিংকীঃ আমি কখনো যাইনি।

সবুজদেশ ডটকমঃ সময় দেওয়ার জন্য সবুজদেশ নিউজ ডটকমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
পিংকীঃ ধন্যবাদ আপনাকেও।

উল্লেখ্য, ৫ম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কোটচাঁদপুর থেকে ১২ হাজার ৮’শ ৮০ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী রুবিনা খাতুন পেয়েছেন ১২ হাজার ১’শ ৩৯ ভোট।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here