ইবি প্রতিনিধিঃ

প্রশাসনের ব্যক্তি পরিচয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্রীর নাম ইমন আরা। রবিবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঝিনাইদহের শৈলকুপা থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী ছাত্রী বলে জানা গেছে।

ভুক্তভোগী ছাত্রীর ভাষ্যমতে, রবিবার ক্যাম্পাসের পার্শবর্তী মেস থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে জিনিষপত্র রাখতে যায় ইমন আরা নামের এক ছাত্রী। মেসে ফেরার পথে বঙ্গবন্ধু হলের পকেট গেট এলাকায় পৌঁছলে অপরিচিত এক মোটর বাইক আরোহী প্রশাসনিক ব্যক্তি পরিচয়ে তাকে দাঁড় করায়। কালো বোরখা পরিহিত এক মেয়ে মাদক বহন করছে বলে জানাই ওই ব্যক্তি। এ অভিযোগে ওই ছাত্রীর ভ্যানিটি ব্যাগ খুঁজে দেখে প্রশাসনিক পরিচয়দানকারী ব্যক্তি। তার কাছে কোন মাদক না পেয়ে মোবাইল ফোন চায়। এছাড়াও ওই ছাত্রী মোবাইল ফোনে কার কার সাথে কথা বলেছে বলে জানতে চায়। মোবাইল ফোন নেয়ার পর বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে দেখা করতে বলে ওই ছাত্রীকে। পরে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় অগান্তুক ব্যক্তি। এ ঘটনায় ক্যাম্পাসের পার্শস্ত শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী ছাত্রী বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রæয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রনালয়। এতে ইবির সব বিভাগের পরীক্ষা বন্ধ হয়। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা ক্যাম্পাসের পার্শবর্তী বিভিন্ন মেসে অবস্থান করে। পরীক্ষা বন্ধ হওয়ায় বিভিন্ন মেস থেকে জিনিষপত্র আবাসিক হলে রাখতে গিয়ে ছিনাতাইয়ের শিক্ষার হয়েছে এ ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন,‘মোবাইল ফোনের বিষয়ে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ছাত্রী। বিষয়টি ব্যবস্থা গ্রহনের জন্য আইনগত প্রক্রিয়ায় রয়েছে।’

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here