ঝিনাইদহঃ

মাঠের চারপাশ বাশ দিয়ে ঘেরা। সারি সারি সাজানো চেয়ার। খেলা শুরু হবে বিকেল ৪ টায়। কিন্তু বিকেল ৩ টার মধ্যেই কানায় কানায় পূর্ণ মাঠ। মাঠে জায়গা না পেয়ে খেলা দেখার জন্য পাশের বাড়ির ছাদে, গাছে উঠেছে দর্শকরা। কারণ খেলায় যে প্রতিদ্বন্দিতা করছে বাংলাদেশের বিভিন্ন ক্লাবে খেলা বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত বিদেশী ফুটবল একাদশ ও কালীগঞ্জ ফুটবল একাদশ।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয় ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি ভূষণ স্কুল মাঠে।

বিকেল সাড়ে ৪ টায় রেফারি রবিউল ইসলামের বাশির মাধ্যমে শুরু হয় খেলা। খেলার প্রথম থেকেই দুই দল গোল করতে মরিয়া হয়ে ওঠে। দুই দলই মুহুর মুহু আক্রমণ করতে থাকে। কোন দলই কাউকে ছাড় দিতে নারাজ। এর মধ্যেই লেফট ব্যাক আলমগীরের বাড়ানো বলে কালীগঞ্জ ফুটবল একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাব্বি হোসেন লেফট উইং দিয়ে বিদেশী ফুটবল একাদশের ২ খেলোয়াড়কে পাশ কাটিয়ে ৩৯ মিনিটে কালীগঞ্জ দলকে এগিয়ে নেয়। এরপর বিদেশী ফুটবল একাদশ গোল শোধ করার অনেকগুলো সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। এরপর কোন দলই আর কোন গোলের দেখা পায়নি। ফলে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কালীগঞ্জ ফুটবল একাদশ ১-০ গোলে বিদেশী ফুটবল একাদশকে পরাজিত করে। ম্যাচ সেরার পুরষ্কার পান রাব্বি হোসেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ প্রমুখ।

কালীগঞ্জ ফুটবল একাদশঃ- শাওন, রানা, টিটন, নিজাম, আলমগীর, রহমান, কৃষ্ণ, কবির, কায়েস (অধিনায়ক), রাব্বি ও রনি।

বিদেশী ফুটবল একাদশঃ স্টেলিং, আওয়াল, চুকুমি, ফ্লেমান, এভেরে, কেভি, ফ্রান্সিস, আব্বাস, এরিক, জুলু ও পিটার।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here