সবুজদেশ ডেস্কঃ

করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আজ বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের লক্ষণ দেখার পর ৪২ বছর বয়সী ম্যাক্রোঁ কোভিড-১৯-এর পরীক্ষা করান। তারপর তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে। খবর বিবিসির।

করোনায় আক্রান্ত হওয়ায় ফরাসি প্রেসিডেন্ট আগামী সাত দিন আইসোলেশনে থাকবেন। তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ম্যাক্রোঁ ‘এখনো তাঁর দায়িত্ব পালন করছেন’ এবং আইসোলেশনে থেকেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কোভিড-১৯-এর পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্রান্সে এখন পর্যন্ত মোট ২০ লাখ ৪১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৫৯ হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here