সবুজদেশ ডেস্কঃ

কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশের লক্ষ্য ইতিহাসের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি নিয়ে বাড়ি ফেড়া। শেষ ১০ ম্যাচে অপরাজিত দলটির সাম্প্রতিক পারফরম্যান্স দেখে বোঝা যায় ফাইনালে ভারতের বিপক্ষে জমজমাট লড়াই হতে চলেছে। 

টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে ভারতও। শ্রীলঙ্কাকে কোয়ার্টারে অস্ট্রেলিয়া ও সেমিতে পাকিস্তানের মতো দলের বিপক্ষে দাপুটে জয় নিয়ে ফাইনালে নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিন জয় পেলে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে টানা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা তোলার রেকর্ড ভারতের সামনে। অন্যদিকে প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক কোনও ট্রফি বাংলাদেশের সামনে।পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে শিরোপার লড়াইয়ে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন (জিটিভি) ও স্টার স্পোর্টস-৩।

ভারত একাদশ: যশস্বী জসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়ম গর্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলি (অধিনায়ক), শামীম হোসেন, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও অভিষেক দাস।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here