সবুজদেশ ডেস্কঃ

আগামী মাসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও পারাগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরবেন সুপারস্টার লিওনেল মেসি। আশা করা হচ্ছে, দুই ম্যাচেই খেলবেন তিনি।

চলতি মাসে ইউরোপে জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর পর আসছেন নভেম্বরে এশিয়া সফরে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী ১৫ নভেম্বর সৌদি আরবে ব্রাজিলের মোকাবেলা করবেন আর্জেন্টাইনরা। তিন মাসের নির্বাসন কাটিয়ে ওই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন মেসি।

এর তিন দিন পর (১৮ নভেম্বর) বাংলাদেশে প্যারাগুয়ের বিপক্ষে খেলবেন আলবিসেলেস্তেরা। এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো ঢাকা সফর করেন তারা। ওই সফরে আফ্রিকার ফুটবল পরাশক্তি নাইজেরিয়াকে ১-০ গোলে হারান মেসি-ডি মারিয়ারা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here