সবুজদেশ ডেস্কঃ

মাত্র ১৪ দিনে শেষ করা হয়েছিল ওয়েব ছবি ‘জানোয়ার’-এর। তাসকিন রহমান অভিনীত এ চলচ্চিত্রটির কাজ হয়েছিল গত বছর লকডাউনের পরপরই। তাই বাড়তি সময় খরচ করতে চানটি পরিচালক রায়হান রাফি।

এই নির্মাতা এবার জানালেন মুক্তির দিনক্ষণ। আগামী ১৪ জানুয়ারি এটি মুক্তি পাবে। যার ফলে বাংলাদেশি প্রযোজনায় বছরের প্রথম ওয়েব ফিল্মটি হতে যাচ্ছে এটিই।

রাফি বললেন, ‘খুব টাইট শিডিউলের মধ্যে আমরা ছবিটির কাজ শেষ করেছিলাম। এপ্রিল-জুনে করোনা প্রকোপের পর মাত্রই তখন লকডাউন খোলা শুরু হয়েছিল। সে সময়ই দ্রুত এটি শেষ করি। ছবিটি একটি বাস্তব ঘটনা নিয়ে তৈরি হয়েছে। আমাদের সমাজে ঘটে যাওয়া একটি ঘটনার কিছু জানোয়ারকে নিয়ে এই চলচ্চিত্র।’

পরিচালক জানান, ছবির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত তারকা তাসকিন রহমান।

বাস্তব জীবনের ঘটনা নিয়ে ছবিটির গল্প। এতে তাসকিন রহমানকে পুলিশের ভূমিকায় দেখা যাবে।

এ ছবির শুটিংয়ের কিছু দিন পরই অসুস্থতার জন্য অস্ট্রেলিয়া পাড়ি জমান তাসকিন। তখন তিনি বলেছিলেন, ‘চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনার একটি গল্প নিয়ে চলচ্চিত্রটি তৈরি। যেখানে আমাকে এক পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা যাবে। খুবই ভালো কাজ হয়েছে। ছবিটি নির্মাণ ও গল্প আমাদের নতুন করে ভাবাবে বলে আমার ধারণা।’

সিনেমার অন্যান্য চরিত্রে আছেন এলিনা শাম্মী, মুনমুন আহমেদ, রাশেদ মামুনুর অপু প্রমুখ। লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত এ ছবিটি আসছে ওটিটি প্ল্যাটফর্ম সিনেম্যাটিক-এ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here