সাবজাল হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) \ বিয়ে বাড়ি বলে কথা। সকাল থেকেই বাড়িতে চলছে হই-হুল্লোড়। বর আসবে সাথে সাথে আসবে সম্মানিত বরযাত্রীরা। তাদের আপ্যায়নে কোন রকমে ত্রæটি হলে আর রক্ষা নেই। তাই ভুরিভোজের জন্য বাড়ির এক পাশে চলছে রান্নার আয়োজন। দুপুর হতেই এক পর্যায়ে বাড়িতে পৌছে গেলেন বরপক্ষ। এরপর বাড়িতে আনন্দের মাত্রা বেড়ে গেল আরও কয়েকগুন। খাওয়া দাওয়া আপ্যায়ন শেষে বিয়ে পড়ানোর কাজও শেষ। সৌজন্যতা রক্ষায় বর আর কনে পক্ষের কুশল বিনিময় চলছে। একটু পরেই নতুন বউ নিয়ে বরপক্ষ গাড়িতে ওঠে বাড়ি ফিরবেন। কিন্ত হঠাৎ সব কিছু এলোমেলো হয়ে গেল। কেননা অকস্মাৎ হাজির হলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা। নিমিষেই বাড়িতে নেমে আসলো পিন পয়েন্ট নিরবতা। এটা ছিল বাল্য বিয়ে তাই এমন অবস্থা। প্রমাণিত হওয়ায় উভয় পক্ষকে আনা হলো জরিমানার আওতায়। আর দেশের আইন বিরোধী বাল্যবিয়ে পড়ানোর জন্য কাজীকে দেয়া হলো ৭ দিনের কারাদন্ড। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কালীগঞ্জের মাঝদিয়া গ্রামে। বুধবার ছিল উপজেলার মাঝদিয়া গ্রামের কাশেম আলীর ১০ম শ্রেণীতে পড়–য়া কন্যা আদুরী (১৫)’র সাথে যশোরের শংকরপুর গ্রামের শরিফুল ইসলামের বিয়ের দিন ছিল। মেয়ের বয়স না হওয়ায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে বরপক্ষকে ২০ হাজার ও কন্যা পক্ষকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার বিকাল ৫ টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা এ দন্ডাদেশ প্রদান করেন। এ ব্যাপারে নির্বাহী মাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, বাল্য বিয়ে দেওয়া হচ্ছে, এমন খবর পেয়েই তিনি দ্রæত পুলিশ নিয়ে বুধবার বিকালে উপজেলার মাঝদিয়া গ্রামের বিয়ে বাড়িতে হাজির হন। সেখানে পৌছে দেখেন বিয়ের সব কাজ শেষে বরপক্ষ নতুন বউ নিয়ে রওয়ানা হওয়ার প্রস্ততি নিচ্ছেন। এমন মুহুর্তে কনের বয়স ১৮ বছর না হওয়ার বিষয়টি প্রমানিত হওয়ায় বিয়ে পড়ানোর কাজের সাথে জড়িত কাজী বারবাজার বেলাট গ্রামের রবিউল ইসলামকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। আর বর পক্ষকে ২০ হাজার ও কন্যা পক্ষকে ২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ সময়ে বারবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও থানার এ এস আই তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ব্যাপারে এলাকাবাসী জানান, এমন কাজ কাজী হর-হামেশাই করে থাকেন। কিন্ত আজ হলেন ধরাশায়ী। কেন না আজ বউ গেল স্বামীর ঘরে আর কাজী গেলো শ্রীঘরে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here