সবুজদেশ ডেস্কঃ

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ৩৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সাবধানী শুরু করলেও দ্রুত উইকেট হারিয়ে অস্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৪ ওভারের মধ্যেই তিন উইকেট হারায় ক্যারিবীয়রা।

দিনশেষে সফরকারীদের সংগ্রহ ১১০ রান। ম্যাচ জিততে তাদের প্রয়োজন ২৮৫ রান আর বাংলাদেশের দরকার ৭ উইকেট।

বড় লক্ষ্যে খেলতে নেমে এনক্রুমাহ বনার ১৫ রান ও কাইল মেয়ার্স ৩৭ রানে দিনশেষ করেন। দারুণ শুরু করা সফরকারীদের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। জন ক্যাম্পবেল ২৩ রানে ফিরলে ভাঙে ৩৯ রানের জুটি। প্রথম ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি ৪ উইকেট নেয়া মিরাজ দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল। দ্রুতই সফরকারী অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে সাজঘরে  ফেরান মিরাজ।  সাকিবের পরিবর্তে ফিল্ডিং করতে নামা ইয়াসির আলীর দুর্দান্ত ক্যাচে পরিণত হন ব্র্যাথওয়েট।ফেরার আগে ৫৩ বলে ২০ রান করেন তিনি।

অভিষিক্ত শেন মোজলি (১২ রান) এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে তৃতীয় উইকেটের দেখা পান মিরাজ।

শনিবার চতুর্থ দিনের শুরুটা দারুণ করেন মুমিনুল-মুশফিক। তবে রাকিম কর্নওয়ালের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মুশফিকুর রহীম। কর্নওয়ালের তৃতীয় শিকার হয়ে মুশফিক (১৮ রান) ফিরলে ভাঙে ৪০ রানের জুটি। মুশফিক ফেরার কিছুক্ষণ পরই ফিফটি পূর্ণ করেন মুমিনুল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ভিত গড়ে দেয় পঞ্চম উইকেটে মুমিনুল-লিটনের ১৩৩ রানের জুটি। মাঠে নেমে দ্রুত রান তোলায় মনযোগী হন লিটন দাস। সাজঘরে ফেরার আগে লিটন (৬৯ রান) তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি।

লিটন ফিরলেও একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখান মুমিনুল। ১৭৩ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন বাংলাদেশ অধিনায়ক। যা তার টেস্ট ক্যারিয়ারের দশম শতক। দ্রুত রান তোলায় মনযোগী হতে গিয়ে ১১৫ রানে শেষ হয় মুমিনুলের ইনিংস। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ ৭ রানে ফিরলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যানের শিকার ৩টি করে উইকেট।

শুক্রবার তৃতীয় দিনের শেষ বিকালে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। সাদমান ইসলামও (৫ রান) সাজঘরে ফেরেন কিছুক্ষণ পরই। মুমিনুল হক ও মুশফিকুর রহীমের অবিচ্ছিদ্য জুটিতে তৃতীয় দিনটা স্বস্তি নিয়েই শেষ করে বাংলাদেশ (৪৭/৩)।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here