বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে নিজস্ব তহবিল থেকে ৫ শতাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ব্যবসায়ী খান আবুবকর সিদ্দিক। শনিবার দুপুরে সামাজিক দুরত্ত¡ বাগেরহাট শহরের বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্যাকেটে করে চাল, ডাল, তেল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় পন্য মাঠের মধ্যে রাখা হয়। কর্মহীন পরিবারের সদস্যরা নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার সামগ্রী নিয়ে যে যার বাড়িতে চলে যায়।

এসময় বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী খান আবুবকর সিদ্দিক, শ্রমিক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, বাবু কাজী, মোঃ লালন, আব্দুল জলিলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খান আবুবকর সিদ্দিক বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষ ঘরের মধ্যে অবস্থান করছে। তাই আমি বিসিক, সোনাতলা, বাসাবাটি ও গোবরদিয়ার ৫‘শ কর্মহীন পরিবারকে চাল, ডাল, তেল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় পন্য সরবরাহ করেছি। এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে।

অপর দিকে করোনা পরিস্থিতিতে সারাদেশে গণ পরিবহন বন্ধ। কর্মহীন অবস্থায় অসহায় জীবনযাপন করছেন শ্রমিকরা। পরিবার পরিজন নিয়ে জীবন কাটাচ্ছেন কষ্টে। এই অবস্থায় বাগেরহাট বাসমালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে চাল, ডাল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ভবনে ৮ শতাধিক শ্রমিকদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, বাগেরহাট আন্ত.জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, শেখ রেজাউল ইসলামসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বাগেরহাট আন্ত জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার বলেন, সরকারি নির্দেশনা মেনে পরিবহন শ্রমিকরা বাড়িতে অবস্থান করছেন। তারা কর্মহীন হয়ে পড়ায় স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় আমরা যৌথভাবে উদ্যোগ নিয়ে বাস চালক ও শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেল, লবন, পেয়াজ, সাবান বিতরণ করেছি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here