মাগুরাঃ

মাগুরায় সদর উপজেলার চন্দ্রপ্রতাপ গ্রামে বিষাক্ত মদপানে বিপ্লব কুমার দাস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া মদের বিষক্রিয়ায় অসুস্থ আরও ৮ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত বিপ্লব চন্দ্রপ্রতাপ গ্রামের বিকাশ কুমার দাসের ছেলে। সদর উপজেলার পূর্ববাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিপ্লব সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্থানীয় আঠারোখাদা ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস জানান, সোমবার দুর্গাপূজার দশমীর রাতে তারা মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাদের ফরিদপুর সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার সকালে বিপ্লব কুমার দাস মারা যায়।

এ ঘটনায় অসুস্থদের মধ্যে রুহুল সরদার (১৯) ও সজীব বিশ্বাসকে (২৯) ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর অসুস্থ পার্থ বিশ্বাস (২৪),শুভ বিশ্বাস (২২),নন্দ বিশ্বাস (১৭),প্রিতম বিশ্বাস (১৪),দীপঙ্কর বিশ্বাস (২৩) ও অন্তু বিশ্বাসকে (১৪) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, অনেক ক্ষেত্রে ভেজাল ও অতিরিক্ত মদ্যপানের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here