সবুজদেশ ডেস্কঃ

আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। নিজের ভুল স্বীকার করায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। অর্থাৎ সব ঠিকঠাক থাকলে এক বছর পরই ক্রিকেটে ফিরতে পারবেন বিশ্বসেরা এই অল রাউন্ডার।

এদিকে ১ বছরের নিষেধাজ্ঞা কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রী চুক্তি থেকে বাদ পড়তে পারেন সাকিব। বর্তমানের কেন্দ্রীয় চুক্তি সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন তিনি। তার মাসিক বেতন ৪ লাখ টাকা।

যেহেতু এক বছর সাকিবকে পাচ্ছে না বোর্ড, তাই তাকে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি।

বুধবার সাকিবের কেন্দ্রীয় চুক্তির বিষয় নিয়ে নিজামউদ্দীন বলেছেন, ‘এটা (চুক্তি) অবশ্যই বাতিল হওয়ার কথা। যে নিয়ম আছে, সেই অনুযায়ী এটা ২৯ অক্টোবর থেকেই বাতিল হওয়ার কথা। তবে বোর্ড এখনও এই বিষয়ে যেহেতু কোনও সিদ্ধান্ত জানায়নি, তাই এটা এখনই বাতিল হয়ে গেছে- এমনটা আমি বলতে পারি না।’

এদিকে নিষেধাজ্ঞা পাওয়ার পর গতকালই মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here