ফাইল ছবি

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১৫০০ বোতল ফেনসিডিলসহ চার যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার সকালে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ওই ইয়াবার চালানসহ তাদের আটক করা হয়।

আটকরা হলো, বেনাপোলের সাদিপুর গ্রামের কাশেম আলীর ছেলে মো. মিজানুর রহমান, (২৯) একই গ্রামের আফসার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২৫), নূর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩০) এবং বড় আচড়া গ্রামের সিরাজ খালাশীর ছেলে মোহন খালাশী (২৫)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল সাদিপুর সীমান্ত দিয়ে পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদ পাওয়া যায়।

এর ভিত্তিতে বিজিবির একটি টহল দল সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৫০০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক ফেনসিডিলের মূল্য ১২ লাখ টাকা।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here