বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী বি.এম সাইদুজ্জামান সবুজকে বিভিন্ন সময় ফোন দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে একটি জিপি নম্বর থেকে এই হুমকি দেওয়া হয়। এ বিষয়ে ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

সাইদুজ্জামান সবুজ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আদিল উদ্দিনের ছেলে।

সাধারণ ডায়েরীতে ব্যবসায়ী সাইদুজ্জামান সবুজ উল্লেখ করেছেন, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেয় এবং ঠিক একই রকম মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০১৯) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকার জাতীয় রাজস্ব ভবনের পূর্ব পাশ দিয়ে হাটার সময় আমার ব্যক্তিগত নম্বরে রিং আসে এবং পরপর দুইবার রিং দিয়ে আমার কাছে চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

তিনি আরো উল্লেখ করেন, প্রথম বার পেট কাটা বাবু নামে কথা বলে এবং পরের বার ঠিক একইজন কথা বলে শীর্ষ সন্ত্রাসী আরমান ভাই পরিচয় দিয়ে অন্য একজন কথা বলে চাঁদা দাবি করে অন্যথায় আমাকে মৃত্যুর হুমকি দেয়।

এ ব্যাপারে রমনা মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। শীর্ষ সন্ত্রাসী আরমানকে আটক করা হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here