ছবি- সংগৃহিত

সবুজদেশ ডেস্কঃ

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ডুবে গেছে পণ্যবাহী একটি বাংলাদেশি জাহাজ। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নেতাজি সুভাষ ডকের ৫ নম্বর লটে ঘটনাটি ঘটে।

ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজটির নাম এমভি মেরিন ট্রাস্ট ওয়ান। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় লোডিংয়ের কাজ শেষ হয় জাহাজটির।

জাহাজটিতে ২০ ফিটের ১২০টি ও ৪০ ফিটের ৪৫টি কন্টেইনার ছিল। যার মোট ওজন ৩০৮৯ মেট্রিক টন।

কলকাতা থেকে আগামীকাল জাহাজটির বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু বেলা পৌনে ১১টার দিকে মাত্র ১৫ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়।

২০ ফিটের কন্টেইনারগুলোর মধ্যে ১৮টি পুরোপুরি ডুবে যায়। আর ৪০ ফিটের কন্টেইনারগুলোর ১০টি ভাসতে থাকে। দড়ি দিয়ে বেঁধে সেগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, ওভারলোডিংয়ের কারণে জাহাজটি ডুবেছে।

মেরিন ট্রাফিক জানাচ্ছে, জাহাজটি বাংলাদেশি। ২০১৮ সালে তৈরি করা হয় জাহাজটি।

সূত্র : জি নিউজ ও হিন্দুস্তান টাইমস।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here