ফাইল ফটো

সবুজদেশ ডেস্কঃ

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৪০৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩১ লাখ ৬ হাজার ৩৪৮ জনে।

এই সময়ে মারা গেছেন ৮৩৬ জন কোভিড রোগী। সব মিলে দেশটিতে ৫৭ হাজার ৫৪২ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৫৪২ জন। মোট সুস্থ ২৩ লাখ ৩৮ হাজার ৩৫ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য ‍নিশ্চিত করেছে এনডিটিভি।

ভারতীয় এ সংবাদমাধ্যম জানায়, মোট করোনা সংক্রমণের বেশিরভাগ রোগীর সন্ধান মিলেছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে মোট আক্রান্ত ৬ লাখ ৮২ হাজার ৩৮৩ জন।

এরপরেই রয়েছে তামিলনাড়ু (৩,৭৯,৩৮৫), অন্ধ্রপ্রদেশ (৩,৫৩,১১১), কর্নাটক (২,৭৭,৮১৪), উত্তরপ্রদেশ (১,৮৭,৭৮১) এবং দিল্লি (১,৬১,৪৬৬)।

মৃত্যুর সংখ্যা হিসাবেও শীর্ষে মহারাষ্ট্র, সেখানে করোনা প্রাণ কেড়েছে ১০ হাজার ৪৪১ জনের।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here