সবুজদেশ নিউজ ডেস্কঃ

কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই এবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান। গুলি ছুঁড়ে এর পাল্টা জবাব দিয়েছে ভারতও। এর মধ্যেই আগামীতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

এ অবস্থায় সংকট সমাধানে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। উদ্বেগ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এছাড়া কাশ্মীরিদের মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘও।কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার নিন্দা জানিয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে ইসলামাবাদ ও নয়াদিল্লিতে। বুধবার কূটনৈতিক সম্পর্ক সীমিত করার পাশাপাশি সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। একই সঙ্গে পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here