যশোরঃ

ভারতে ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। যশোরের বেনাপোল ও পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

দিনটি উপলক্ষে নোম্যান্সল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নানা কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করেছে। বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রেভিনিউ অফিসার শহিদুল ইসলাম জানান, ভারতের প্রজাতন্ত্র দিবসের কারণে সেদেশে সরকারি ছুটি চলছে। তাই মঙ্গলবার বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় বন্দর চালু হবে।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানিয়েছেন, আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here