ঢাকাঃ

ভোটের মাঠে এক পক্ষ ছাড়া অন্য পক্ষকে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন ইসি মাহবুব তালুকদার। দুই সিটি নির্বাচন নিয়ে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শতকরা ২৫ ভাগের নিচে ভোট পড়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি।

এর আগে এ দিন ঢাকার দুই সিটিতে ভোট চলাকালে রাজধানীর মগবাজারের ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোটকেন্দ্র পরিদর্শন করে ‘অনেক অভিযোগ’ পাওয়ার কথা জানিয়েছেন ইসি মাহবুব তালুকদার।

নির্বাচন স্বচ্ছ হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘স্বচ্ছ শব্দের বানান আমি জানি, এর ব্যাপ্তি অনেক। এখানে অনেক অভিযোগ পেয়েছি, তবে এখন কোনো কথা বলব না। তাহলে তা ছড়িয়ে যাবে।

শনিবার সকাল ৮টায় শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। এবারই প্রথম ঢাকার দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। দুই সিটিতে এবার ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৫৪ লাখ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here