নিজস্ব প্রতিবেদকঃ

আর মাত্র ১৪ দিন বাকি ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনের। এরই মধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিজয়ের জন্য কোমর বেধে মাঠে নেমে পড়েছেন। দিনে রাতে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা শুরু করেছেন। সেইসাথে দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতিও।

এবারের পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৪জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের আব্দুর রশিদ খান নৌকা, বিএনপির আমিরুল ইসলাম খান চুন্নু ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কিরণ নারিকেল গাছ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তাহাবুর রহমান হাতপাখা প্রতিক নিয়ে লড়ছেন।

এদিকে নির্বাচন নিয়ে পৌর এলাকার বেগমপুর, বেঁচিতলা, বোয়ালিয়া, নওদাগ্রাম, জলিলপুর, চড়কতলা, পাতিবিলা, হুদোর মোড়, গাড়াবাড়ীয়া,  গোপালপুর, ক্যাম্পপাড়া, হামিদপুরসহ বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লার মোড়ে মোড়ে চায়ের দোকান গুলোতে চলছে নির্বাচনী আড্ডা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে চলছে কে হবেন পৌর পিতা তা নিয়ে আলোচনা। কাকে ভোট দিলে পৌর এলাকার উন্নয়ন হবে, কে শুনবেন পৌর এলাকার অসহায় মানুষের কষ্টের কথা, বিগত দিনে কোন মেয়র এলাকায় কেমন উন্নয়নের কাজ করেছেন, কে মেয়র নির্বাচিত হলে ভোটারদের কথা মনে রাখবে এসব নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণও।

বৌচিতলা গ্রামের ভোটার রবিউল ইসলাম বলেন, মূলত আমাদের এখানে নৌকা আর ধানের শীষের মধ্যে লড়াই হবে। তবে এলাকায় ব্যাপক উন্নয়ন করার কারণে নৌকার প্রার্থী আব্দুর রশিদ খান ভোটারদের হিসেবে এগিয়ে রয়েছেন।  

জলিলপুর গ্রামের ইন্তাদুল ইসলাম ইন্তা খাঁন জানান, স্বচ্ছ নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। এ ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে হবে ভোট যুদ্ধ।

পাতিবিলা গ্রামের আব্দুল হান্নান জানান, নৌকার প্রার্থী আব্দুর রশিদ খান মেয়র থাকাকালে এলাকায় যে উন্নয়ন করেছেন আমাদের এলাকার মানুষ তাকেই আবারও ভোট দিয়ে নির্বাচন করবেন।

গাড়াবাড়ীয়া গ্রামের শহীদুল ইসলাম জানান, কে হারবেন আর কে জিতবেন তা বলা কষ্টের ব্যাপার।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here