ঝিনাইদহঃ

ব্যাগভর্তি ফেন্সিডিলসহ এক পুলিশ সদস্য খাইরুল ইসলামসহ দুইজনকে আটক করেছে ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর ৫৮ ব্যাটেলিয়ান (বিজিবি) এর রাজাপুর বিওপির সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া পুলিশের স্টিকার লাগানো একটা এপাসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত খাইরুল ইসলাম মেহেরপুর জেলার ঈদগাপাড়ার রাজ্জাকের ছেলে ও জীবননগর উপজেলার শিংনগর গ্রামের মৃত ওয়াছেদ আলীর ছেলে রফিকুল ইসলাম।

শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়।

বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক পুলিশ সদস্য খুলনা থেকে মোটরসাইকেল যোগে ফেনসিডিল নেওয়ার জন্য মহেশপুর সীমান্তে আসে। ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে আমি নিজে তার বডি সার্চ করি ও মোটরসাইকেলে রাখা ব্যাগভর্তি ৫৭ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। পরে তাকে জীবন নগর থানায় সোপর্দ করা হয়েছে, এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here