নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে ৫৮ বিজিবি। রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার সময় উপজেলার পারগোপালপুর সীমান্ত থেকে এ ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় মাদককারবারী ভারতীয় সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায় ।

বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে ঝিনাইদহের মহেশপুরের পারগোপালপুর সীমান্ত দিয়ে যশোরের চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের ইয়াকুব গাজীর ছেলে মোঃ খলিল (৪৫) ভারত হতে মাদকের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে যাদবপুর বিওপির টহল দল পারগোপালপুর মাঠের মধ্যে এ্যাম্বুশ স্থাপন করে বসে থাকে। আনুমানিক রাত দেড়টার দিকে বর্ণনা মোতাবেক এক জন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় তাকে চ্যালেঞ্জ করার জন্য টহলদল উঠে দাড়ালে লোকটি বস্তা ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। উক্ত ব্যক্তির ফেলে যাওয়া বস্তা হতে বিজিবি টহল দল ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে খলিলকে পলাতক আসামী করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here